দুঃখিত গ্রাহক,
আপনার "Fahim International" নামক অনলাইন স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারটি গত ০১/০২/২০২৫ ইং তারিখে পরিপূর্ণভাবে সম্পন্ন করে ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে।
এখন অবধি আপনি সেটি সফলতার সাথে ব্যবহার করলেও কাজের নির্ধারিত পেমেন্টের এক টাকাও পরিশোধ করেন নি।
এমতাবস্থায় আমাদের অফিসের প্রতিনিধিগণ একাধিকবার আপনাকে পেমেন্ট ক্লিয়ার করার গুরুত্ব ও পরবর্তী সমস্যার বিষয়ে বহুবার অবগত করেও আপনার থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় আজ ১০/০২/২০২৫ ইং তারিখ হতে আপনার সফটওয়্যার এর সামগ্রিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
যেহেতু আপনার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়,কাজেই আপনার পরিপূর্ণ পেমেন্ট পরিশোধ করার ৩-৭ ঘন্টার মধ্যে পুনরার সচল হয়ে যাবে।
পরবর্তী সার্ভিস নিরবিচ্ছিন্নভাবে পেতে অনুগ্রহ পূর্বক দ্রুত পেমেন্ট পরিশোধ করুন।
ধন্যবাদ...!